বাক্কা ঠাণ্ডা ফড়ছে!

অইছে শুরু ঠাণ্ডার আজব কারবার!


কয়েখদিন তাকিয়া আমরার,  


বাক্কা ঠাণ্ডা লাগের,


কিতা যে অইব গরীব মানুষর?


 

সকাল তাকি সইন্ধ্যা ফর্যন্ত,


খুয়ায় করে বেজান রাজত্ব,   


গাও গেরামে চলে পিঠা বানানির ধুম,


ঠাণ্ডায় অয় বাক্কা আরামের ঘুম।


 

গেরামে কেউ খয়, আউক্কা আগুন ফুয়াই,


ব্যস্ত শহরো যায় না দেওয়া ঠাণ্ডার দুয়াই। 

Author's Notes/Comments: 

সিলেটী ভাষায় কবিতা লেখার চেষ্টা করেছি। সিলেটী ভাষায় কিছু কিছু ক্ষেত্রে এর উচ্চারণ সাধারণত হয়ে যায়। কবিতাটিতে তাই এর স্থানে লিখেছি। কখনও কখনও - এর মত এবং এর মত শুনায়। পাঠকরা সাদরে গ্রহণ করলে ভেবে নেব চেষ্টা সার্থক হয়েছে। :)

View kingofwords's Full Portfolio