My Quote

অবিশ্বাসীরা প্রশ্ন করে- স্রষ্টা যদি সবকিছু সৃষ্টি করে থাকেন, স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন? তাদেরকে বিনীতভাবে বলি- প্রশ্নটি অযৌক্তিক এবং অনেকটা অবৈজ্ঞানিক কারণ স্রষ্টার কোনও স্রষ্টা নেই! এভাবে ব্যাখ্যা দেই- ধরা যাক যদি নাস্তিকরা বলে স্রষ্টাকে সৃষ্টি করেছেন ‘Z’, তাহলে আরেকটি প্রশ্ন জন্মায়- কে ‘Z’-কে সৃষ্টি করেছেন? তখন অবিশ্বাসীরা উত্তরে বলবে ‘Y’। তারপর আবার প্রশ্ন উঠবে- তাহলে ‘Y’ এর সৃষ্টিকর্তা কে? এভাবে অযৌক্তিক প্রশ্নের সীমা থাকবে না! তাই, প্রমাণিত হচ্ছে যে সৃষ্টিকর্তার কোনও সৃষ্টিকর্তা নেই! 

 

- মো. জিয়াউল হক  

View kingofwords's Full Portfolio
tags: