সে এলো যবে [দশপদী গল্পিতা: গল্প + কবিতা]

সে এলো যবে,


রজনীগন্ধার মত সুরভি ছড়িয়ে,


গেলাম তার নিকটে আরও,


জুলিয়েটের কাছে রোমিওর মতন!


 

ফুলের মতন হাতটি তার নিলাম হাতে,


পরম সোহাগে খেলাম চুমু তাতে,


সীমাহীন লাজে চোখের পাতা এলো নেমে তার,


ঠিক যেন চুপসে যাওয়া লজ্জাবতীর পাতার মতন!


 

ঠোঁট ছুঁলো ঠোঁট, স্বর্গীয় সুখে উঠলো কেঁপে প্রাণ,

 

আইনস্টাইনের মহাকর্ষীয় তরঙ্গের মতন!

View kingofwords's Full Portfolio