বাঙালি পোলা [উত্তর-উত্তরাধুনিক বাংলা রেপ গানঃ Post-postmodern Bangla Rap Song]

আমি জাতে বাঙালি,


ভাইজান দিও না তো গালি!


আমি বাঙালি পোলা,


একখান আগুনেরই গোলা!


 

এইডা আমার বাংলাদেশ,


ভালোবাসার নাইতো শেষ,


আর করিস না ঝামেলা,


শালা এইখান থেইকা পালা!

 

 

ও রে ও পাগল মন,


বন্ধ কর জ্বালাতন!

 

দিলে প্রেমের বড় খিদা,


আমি তার প্রেমে ফিদা।


 

মাইয়ার নাম অপু বিশ্বাস,


ছিল যার প্রাণের নিশ্বাস,


পোলার নাম সাকিব খান,


মনটা ভাইঙ্গা হইছে খানখান!


 

প্রেমে চাই পড়তে ভাই,


ছেঁকা খাই তাই ডরাই!


মেরা জুতা হেয় জাপানি,


Eating bread and honey!


 

যতই করি টেরাই ভাই,


আমার ঝামেলার শেষ নাই!


তোরা যে যা বলিস ভাই,


আমার সোনার হরিণ চাই!


তোরা যে যা বলিস ভাই,


আমার সোনার হরিণ চাই!


 

আমি ডিগ্রি পাশ কইরা,


মরি রাস্তায় ঘুইরা ঘুইরা,


হায় রে হায় কি যে করি?


ভাইগ্যে কবে আইবো চাকরি?


তোরা যে যা বলিস ভাই,


আমার সোনার হরিণ চাই!


তোরা যে যা বলিস ভাই,

 

আমার সোনার হরিণ চাই!

View kingofwords's Full Portfolio
tags: