কখনো কখনো নিঃসঙ্গতা অভিশাপ লাগে!

নিঃসঙ্গতা আশীর্বাদ লাগে কখনো,


কোনও সাধুর দেয়া বরের মতন,


কখনো কখনো নিঃসঙ্গতা অভিশাপ লাগে!


কোনও ডাইনীর রোষানলের প্রতিক্রিয়ার মতন!


 

ঠিক তখনই দ্বিধান্বিত হই,


কিছুটা ঐ হ্যামলেটের মত!


নিঃসঙ্গতা ভালো, নাকি খারাপ,


এই দ্বন্দ্ব পেয়ে বসে আমায়!


 

এ কথা ঠিক যে একাকীত্বই বেশি টানে আমায়,

 

চুম্বক যেমন টানে লোহাকে!