বীণার সুর আসে কানে!

বীণার সুর আসে কানে!


যতবার তুমি কথা কও,


আমি আফিম খাওয়া লোকের মত,


কোনও এক ঘোরের মধ্যে পাখি হয়ে উড়ি!


 

যতবার শুনি ঐ কণ্ঠ তোমার,


ততবার আমি আমার নিজেকে হারাই!


মনে হয় পৃথিবী, চাঁদ, সূর্য সব থেমে যাক!


শুধু তোমার কণ্ঠই সচল থাক, ছড়াক মুগ্ধতা চারপাশে!


 

কোকিল কিংবা ময়নার কণ্ঠ নয় কিছুই,

 

তোমার কণ্ঠের পাগল আমি, তোমার কথা শুনতে চাই!