স্পর্শের সীমানায়!

মন মন্দিরে বিচরণ তোমার,


নিভৃতে, নিঃশব্দে,


যেন কোনও রহস্য করছে বসবাস,


মনের গহীনে, যুগে যুগে!


 

যখনই মনে আসে ক্ষেদ কোনও,


যখনই বুক গুমরে কাঁদে,


তখনই তোমায় ভাবি,


তখনই স্বর্গীয় শান্তি করি অনুভব!


 

যদিও আজ তুমি অনেক অনেক দূরে,

 

তবুও মনে হয় কত কাছে, স্পর্শের সীমানায়!