আবার যদি দেখা হয়!

আবার যদি দেখা হয়!


কোনও কালে, কোনও ক্ষণে,


দেখেও কি ফিরাবে মুখটি তোমার?


নাকি কাছে এসে জিজ্ঞেস করবে, কেমন আছো?


 

যদি ঠিক তাই হয়,


আমি জানি না উত্তর দিতে পারবো কি না!


হয়তো আবেগের বাধ যাবে ভেঙে,


হয়তো শিশুর মত কাঁদবো ফুঁপিয়ে!


 

স্মৃতিরা তখন পাখি হয়ে আসবে উড়ে হৃদ মাঝারে!

 

আমাকে আরও বেশি করে আবেগের সাগরে ভাসাতে!