নদী

নদীর যৌবন যেন সদ্য যৌবনপ্রাপ্ত নারীর মতন,


চলে সময়ের মতন বয়ে অবিরত,


কারো শাসন কিংবা বারণ সোনার সময় তার নেই,


বায়ুর সাথে প্রেম তার, বায়ুর টানেই চলে ছুটে!


 

নদী ভাঙে পার যখন খুশি,


আবার মমতাময়ী মায়ের মতন,


পরম স্নেহে গড়ে নিজ বুকে দ্বীপ,


নতুন আবাসভূমি মানুষ ও পশুপাখির তরে।


 

নদী যেন নারীর মতই রহস্যে ঘেরা,

 

তার মন বোঝা বড় দায়!

View kingofwords's Full Portfolio
tags: