কান্না [Bangla Song]

শুনতে কি পাও তুমি দুঃখীর ক্রন্দন?


করো কি অনুভব কভু প্রাণের স্পন্দন?


যদি তুমি মানুষ হও,


তবে কেন পশু হয়ে রও?


 

রাস্তায় রাস্তায় গরীব দুঃখী পড়ে থাকে হায়!


কভু খেতে পায়, কভু অনাহারে দিন যায়,


কষ্টেও হাসতে জানে ওরা!


যেন তারা সুখের পায়রা!


শুনতে কি পাও তুমি দুঃখীর ক্রন্দন?


করো কি অনুভব কভু প্রাণের স্পন্দন?


যদি তুমি মানুষ হও,


তবে কেন পশু হয়ে রও?


 

এসো হাতটি বাড়াই, এসো মানবিক হই!


মানুষ মোরা, অমানুষতো নই!


এসো বিবেকের ঘুম ভাঙাই!


এসো সাম্যের গান গাই!


শুনতে কি পাও তুমি দুঃখীর ক্রন্দন?


করো কি অনুভব কভু প্রাণের স্পন্দন?


যদি তুমি মানুষ হও,

 

তবে কেন পশু হয়ে রও?

View kingofwords's Full Portfolio
tags: