কবে যে তুই মানুষ হবি?

আর কতো তুই মানুষ ঠকাবি?


এবার একটু থাম!


এতো লাফানো ভালো নয়,


বিধি হবে বাম!


 

এতো গালি খাওয়ার পরেও,


হয় না শিক্ষা তোর!


যেন শাইলকের আত্মা ভর করেছে,


তোর অন্তরের ভেতর!


 

নিজেকে শোধরা সময় থাকতে,

 

অন্যের উপকার করলে ভরে মন স্বর্গীয় শান্তিতে!