দখিণা হাওয়া

দখিণা হাওয়া এসে স্পর্শ করে,


তোমায় বড় সোহাগে আদরে,


আমার মন প্রাণ জ্বলে হিংসায়,


আমি কেন তাকে পারি না ছুঁতে হায়?


 

সে যখন তোমার সর্বাঙ্গ যায় ছুঁয়ে,


যায় তোমার মসলিনের মত গালে চুমু খেয়ে,


আমার হৃদয়ে উঠে আলোড়ন তখন,


সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতন!


 

একটি লাঠিকে কচি লতা সর্বাঙ্গে জড়ায় যেমন,

 

তোমাকেও ঠিক তেমন করে চায় জড়াতে আমার মন!

View kingofwords's Full Portfolio