প্রাণপণ চেষ্টা

প্রাণপণ চেষ্টা করলে,


যায় না কষ্ট বিফলে,


গাছে যেমন দেরীতে ফল আসে,


তেমনি করেই সাধনা যায় না জলে!


 

বাইবেলে বর্ণিত জেকব,


 তার বড় ভাই ইসাউকে ঠকিয়ে,


পিতা ইসহাক (আ.) এর আশীর্বাদ করলো লাভ,


সৎকার্য করা উত্তম এমন শর্টকাটে কার্যসিদ্ধি করায় চেয়ে।  


 

প্রকৃতির নিয়মই হচ্ছে চেষ্টা করা, কাজ চালিয়ে যাওয়া,

 

ভাঙলে এ নিয়মের বেড়াজাল, হয় না কিছুই পাওয়া!

View kingofwords's Full Portfolio