সাধারণ কবিতা

মাঝে মাঝে মনে হয়,


নিয়ম কানুনের বেড়াজাল ছিঁড়ে,


করি অতি সাধারণ কাব্য রচনা,


যেথায় সহজ শব্দরা নেবে শ্বাস প্রাণ ভরে!


 

থাকবে না উপমা, ছন্দ,


কিংবা অন্ত্যমিলের চিন্তা কোনও,


হবে মনের অনুভূতির তাজা বহিঃপ্রকাশ,


ভোরের সতেজ আলো যেন!


 

হ্যাঁ, আমি এমন কবিতাই লিখতে চাই,

 

যেখানে দুর্বোধ্যতার বিন্দুমাত্র বালাই নাই!

View kingofwords's Full Portfolio