লীলা

কত লীলা দেখলাম নয়ন মেলে!


কত লীলা যে দেখবো আরও সময় গড়াবে যত!


মানবের স্বভাব পানির মত স্বচ্ছ,


আবার কভু জটিল গ্রীক ধাঁধার মত।


 

রহস্যময় এই দুনিয়ার মায়া,


এক লীলা আসে, এক লীলা যায়,


ভুলিতে চায় না কেউ লীলাখেলা,


মায়ার জালে তাই সানন্দে জড়ায়!


 

আমিও আর সবার মত মায়ার জালে জড়াই,

 

মায়া মাকড়সার জালের মত, এর থেকে মুক্তি যে নাই!

View kingofwords's Full Portfolio