ক্লান্তির ক্লান্তি!

ক্লান্তি আমার পিছু নেয়,


ছায়ার মত,


কখনও প্রেতাত্মার আদলে,


কিন্তু বারবার হয় সে পরাজিত!


 

ক্লান্তি ক্লান্ত হয়,


সে পরাজিত সৈনিকের মত বিধ্বস্ত,


হতাশাগ্রস্ত, ক্রোধান্বিত, হত বিহ্বল!


আমার কাছে হয়েছে সে পরাস্ত!


 

ক্লান্তি কখনই পারেনি হারাতে আমায়,

 

পারবেও না কভু, গর্ব করেই বলা যায়।

View kingofwords's Full Portfolio