ধার

ধার চেয়েছো যখনই,


দিয়েছি তখনই,


নিজে অনেক কষ্টে থাকলেও,


কখনও দেইনি বুঝতে, জেনে নিও!


 

জানি না আমি নির্বোধ নাকি মহামানব?


নাকি নখ দন্তহীন কোনও দানব?


সারাটা জীবন ধরে,


গেলাম খেটে অন্যের তরে!

 


অপরের সাহায্যে এগিয়ে গিয়েছি যতবার,


তোমার নিষ্ঠুর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ততবার!

 

 

View kingofwords's Full Portfolio
tags: