আর চাই না! [Bangla Song]

চাই না, চাই না, চাই না!


চাই না গরীবের শোষণ,


এই কষ্ট, এই হাহাকার বলো ভালো লাগে কার?


চাই দুষ্টের দমন, চাই শিষ্টের পালন!



খায় ঘুষ যারা,


আছে বহাল তবীয়তে তারা,


ভালো কাজ করে যে,


সয় অপমান সে সমাজে,


সত্য কথা বলতে হবে কয় সকলে,


সত্য কথা কয়জন বলে?


এ কেমন অধঃপতন?


চাই দুষ্টের দমন, চাই শিষ্টের পালন!



স্বাধীনতার মানে কি স্বেচ্ছাচার?


স্বাধীনতার মানে কি অবিচার?


তবে কেন এমন হয়?


কবে হবে ন্যায়ের জয়?


না পারি সইতে,


না পারি কইতে,


জেগে উঠো জনগণ!

 

চাই দুষ্টের দমন, চাই শিষ্টের পালন!

View kingofwords's Full Portfolio
tags: