দোতারা

অসম্ভব সুন্দর দোতারা হাতে,


যায় ঐ বাউল হেঁটে,


“খাঁচার ভিতর অচিন পাখী”,


গায় সে গান মুজে আঁখি।


 

বাউলের গানে আমি বাংলার ঘ্রাণ পাই,


যেন বাতাসে সে গান ভেসে তাই,


যাচ্ছে দূর থেকে দূরান্তরে,


জনে জনে, ঘরে ঘরে!


 

যেন এ তার গান নয় শুধু, এ যেন বাণী,

 

বাউলের সুমিষ্ট গান শুনে মুগ্ধ হয় অজ্ঞ এবং জ্ঞানী!

View kingofwords's Full Portfolio