যদি কান না থাকতো!

যদি কান না থাকতো,


কতো ভালো হতো!


লতির বদলে থাকতো,


শ্রবণের জন্য দুটো ফুটো!


 

তাহলে ধরতে হতো না কান তাকে,


হতে হতো না অপদস্থ বেচারাকে!


হতো না ছোট জাতি ও দেশ,


হতো না শিক্ষকের মর্যাদা শেষ!


 

বিচারের ধরণ দেখে মনে হয়,


বোকার স্বর্গে করছি বাস নিশ্চয়,


আছি যেন মগের মুল্লুকে!


যা ইচ্ছে করে লোকে!


 

আইনের রক্ষকরাই যদি আইন ভাঙেন,


তাহলে দেশের কি হবে একটু ভাবেন?


মনে হয় রবি ঠাকুর এমন অনাচার দেখলে,


 তব ঘৃণা যেন তারে তৃণসম দহে, উঠতেন বলে!


 

যদি সেই শিক্ষক কোনও অন্যায় করেও থাকেন,


কানে ধরিয়ে উঠবস করানো কেমন বিচার বলেন?


জনগণ আজ নিজ কানে ধরে তুলছে ছবি, করছে শেয়ার,

 

প্রকৃত দোষী যারা, এই প্রতিবাদের করছে কি কোনও কেয়ার?

View kingofwords's Full Portfolio