তনু

তনু তুমি কেঁদো না!


তোমার কোনও দোষ নেই,


শকুনের মত খুবলেছে যারা তোমার দেহ মন,


পার্থিব এবং নারকীয় আগুনে তারা জ্বলবেই!


 

তনু তুমি যেখানেই থাকো ভালো থেকো,


মানবতা আছে তোমার পাশে সবসময়,


ছায়ার মত প্রতিটি মুহূর্তে,


ধর্ষণকারী নরপশুরা পচবে জেলে নিশ্চয়।


  

তনু তুমি কলঙ্কিত হওনি,


তুমি ফুলের মতই পবিত্র,


কলঙ্কিত তারাই,


যারা ধর্ষণকারী কীট, ঘৃণার পাত্র।


 

তনু তুমি ছিলে, আছে, থাকবে,


বাতি হয়ে জ্বলবে তুমি অগুনতি হৃদয়ে,


আস্তাকুরে যাবে অমানুষের দল,


দিয়েছে কষ্ট যারা তোমার মনে ও গায়ে।


 

তনু তুমিতো জানো,


অন্যায়কারীরা কভু পার পাবে না,


মানবতা এখনও শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি,

 

এখনও অনেক মানুষ আছে, সুবিচার যাদের বাসনা!

View kingofwords's Full Portfolio
tags: