অহেতুক ভুল বোঝাবুঝি!

জীবনটা অদ্ভুত বড়!


কখনও অল্পতেই যায় কেউ রেগে!


কখনও রাগার উপলক্ষ তৈরি হলেও রাগে না,


যায় জীবনের চাকা চলে প্লেনের মত দ্রুত বেগে!


 

কখনও অহেতুক কারো উপর উঠে রাগ,


কখনও মনে হয় কেন হল এমন?


ছিল কি তার খুব বেশী দোষ?


এসব ভেবে হয় মন খারাপ ভীষণ!


 

কেউ কেউ সংসারে কিংবা জীবনে আনতে শান্তি,

 

করে যায় হারকিউলিসের মত চেষ্টা ল্যাং মেরে যত সব ক্লান্তি!

View kingofwords's Full Portfolio
tags: