লোকচক্ষুর আড়ালে

মাঝে মাঝে মনে হয়,


সমাজ সংসার ছেড়ে,


গৌতম বুদ্ধের মত যাই চলে,


কোনও শান্ত নদীর তীরে!


 

করি সেথা বাস যতদিন চায় মন,


সমাজের হিংসা, ঘৃণা আর অবিশ্বাস,


লাগে না কিছুই ভালো মানুষের মাঝে,


দম হচ্ছে বন্ধ, উঠছে নাভিশ্বাস!


  

তার ভালোবাসায় ছিলাম ভুলে সবি,

 

সে নেই এখন, আমি একলা কবি!

View kingofwords's Full Portfolio