রং বেরঙের মানুষ!

দুনিয়া নামক গোলকে,


করে বিচরণ কত লোকে!


কেউ করে ভান সুখী থাকার,


কেউ আবার পূজারী মিথ্যার!


 

কেউ অন্যের বিপদে কাঁদে অবিরত,


কেউ আবার হাসে পাগলের মত!


কেউ মুখিয়ে থাকে অবতারের মত উপকার করতে,


কেউ ধ্বংস করার জন্য জটিল জাল পাতে!


 

শেক্সপিয়ার ঠিকই বলেছেন, “পৃথিবী একটা রঙ্গমঞ্চ” ভাই,

 

নানান মানুষ মোরা নানান চরিত্রে শুধু অভিনয় করে যাই!

View kingofwords's Full Portfolio