মন কি যে চায়?

মন কি যে চায় বুঝি না!


কখনও যা এড়িয়ে চলতে চাই,


তাই দেয় চোরের মত উঁকি মনে,


কখনও মনে হয় আমার মন আমাতে নাই।


 

কখনও মন বৃষ্টির দেখা পেতে চায়,


কখনও চায় মিষ্টি রোদে হাঁটতে,


কখনও গোধূলির জন্য মন শিশুর মত কাঁদে,


কখনও আবার পায় স্বর্গীয় সুখ একা থাকাতে!


 

মন কি আর এতো সহজে হয় উন্মোচন?

 

নারীর মতই রহস্যময় এ মানব মন!

View kingofwords's Full Portfolio
tags: