একজন ভালো মানুষের যত দোষ!

সে পোষা বিড়ালের মত তাদের পিছে ঘুরে না,


সে কাজে অকাজে তাদের তৈলমর্দন করে না,


সে অন্যায় দেখলেই বাঘের মত গর্জে উঠে,


সে অন্যের উপকারে বিদ্যুতের মত ছুটে।


       

সে তোষামোদ পছন্দ করে না,


সে এটাকে নর্দমার আবর্জনার মত করে ঘৃণা,


সে মিথ্যাকে ঘেঁষতে দেয় না কাছে,


সে সৃষ্টিশীল কাজ করি কারণ এতে আনন্দ আছে।


  

এসবই তার দোষ কারণ ঐ হিংসুটের দল এগুলো পছন্দ করে না!

 

সুন্দর মন ও গুণের অধিকারীদেরকে ওরা সহ্য করতে পারে না!

View kingofwords's Full Portfolio