প্রশ্ন

কত বাহারি প্রশ্ন যে দেয় উঁকি মনে!


কত রহস্যময়তা এসে বলে কানে কানে,


সবকিছুর উত্তর নেই,


সবকিছু জানতে নেই!


 

প্রকৃতির লীলাখেলার কতটুকুই বা জানি!


কত অদ্ভুত আর অলৌকিক কর্মকাণ্ডে ভরা এ ধরণী,


চলে মরণ আর নবজীবনের এক বিরামহীন খেলা!


দিন রাত, মাস বছর, বেলা অবেলা!


 

যারা ‘ঈশ্বর নেই’ বলে বাজায় সুর,


তারা কি জানে না- বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর!

View kingofwords's Full Portfolio