আনন্দ

আনন্দ আজ ওদের মনে,


আনন্দ আজ এই বিশেষ ক্ষণে,


মোম হাতে সন্ধ্যায় বধূদের উজ্জ্বল সাজ!


চলছে পটকা আর বাজীর উৎসব আজ!


 

শুভক্ষণ তাড়াবে অশুভের ছায়া,


আলোর ঝলকানিতে চারিদিকে এক অপূর্ব মায়া!


যেন আলিফ লায়লার কোনও জাদুর রাজ্যে হয়েছে পরিণত,


মোদের চিরচেনা এই ধরণী, এই মর্ত্য!


 

যা কিছু শুভ, তাকে সালাম,

 

যা কিছু অশুভ, তাকে ‘বিদায়’ বললাম!

View kingofwords's Full Portfolio