Md. Ziaul Haque’s Quotes [মো. জিয়াউল হক এর উক্তি]

"সৃজনশীলতা এবং উদ্ভাবন প্রায়ই সমার্থক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু তারা আসলে দুটি ভিন্ন জিনিসকে উল্লেখ করে। সৃজনশীলতা হচ্ছে নতুন এবং আসল ধারণা নিয়ে আসার ক্ষমতা, অন্যদিকে উদ্ভাবন হচ্ছে সেই ধারণাগুলোর বাস্তবায়ন। উদ্ভাবনের জন্য সৃজনশীলতার প্রয়োজন, তবে এর সাথে পরিকল্পনা, বাস্তবায়ন এবং বাণিজ্যিকীকরণও জড়িত। অন্য কথায়, উদ্ভাবন হচ্ছে একটি সৃজনশীল ধারণা গ্রহণ এবং বাস্তব-বিশ্বের মূল্য আছে এমন কিছুতে পরিণত করার প্রক্রিয়া। সুতরাং, সৃজনশীলতা মানে 'ধারণা' বা 'ইনপুট' এবং উদ্ভাবন মানে 'কাজ' বা 'আউটপুট'। সৃজনশীলতা = পরিকল্পনা; উদ্ভাবন = পণ্য। যেমন, ফ্রিজ বানানোর ধারণা হচ্ছে সৃজনশীলতা আর তৈরি করা ফ্রিজ হচ্ছে উদ্ভাবন।"


- শব্দরাজ

View kingofwords's Full Portfolio
tags: