সালাম, হে ভাষা সৈনিক!

সালাম, হে ভাষা সৈনিক!


তোমরাই করেছো আদায়, মাতৃভাষার অধিকার,


তোমরাই গড়েছো ইতিহাস,


তোমরাই প্রকৃত বীর!


 

সূর্য অস্ত গেলেও তোমাদের অস্ত নেই,


তারার মতোই দেদীপ্যমান সদা,


মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত,


সাহসিকতার অভূতপূর্ব নিদর্শন


 

তোমরা ছিলে বলেই বাংলা ভাষা বেঁচে আছে,


তোমরা ছিলে বলেই আমরা গর্বিত আজ!