কেউ জানুক আর না জানুক! [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

কেউ জানুক আর না জানুক!


কেউ মানুক আর না মানুক!


আমিতো ঠিকই জানি,


তোমাকেই স্ত্রী হিসেবে মানি!


 

যদিও থাকো দূরে দূরে,


একান্তে আকাশের উড়ন্ত ঈগলের মতো করে!


তোমার হৃদয়ের গহীন প্রকোষ্ঠ হতে,


পারবে কি আমায় কভু সরাতে?


 

তোমার প্রতি আমার ভালোবাসা যাচ্ছে বেড়ে,


নয় শম্বুকের মতন গতিতে ধীরে ধীরে, জ্যামিতিক হারে!