আবারো এই নববর্ষে! [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

আবারো এলো ফিরে,


বাংলা নববর্ষ রে!


কি মজা লাগেরে!


বাজা ঢোল বাজারে!


 

চল খাই পান্তা ইলিশ!


কাঁচা মরিচ দিয়া,


বাজারে বাজা শীষ,


মুখে আঙুল দিয়া,


আবারো এলো ফিরে,


বাংলা নববর্ষ রে!


কি মজা লাগেরে!


বাজা ঢোল বাজারে!


 

চল যাই মেলায় সবাই,


করি অনেক মজা,


ঘুরি মনের সুখে,


যেন সবাই রাজা!


আবারো এলো ফিরে,


বাংলা নববর্ষ রে!


কি মজা লাগেরে!


বাজা ঢোল বাজারে!