স্বাধীনতার স্বাদ [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

যখন হানাদার বাহিনীর আরেকটি লাশ পড়লো,


মরা গাছের ডালের মত,


আমি পেলাম স্বাধীনতার স্বাদ,


রইলো না মন আর রিক্ত।


 

যখন আমি আমার সহযোদ্ধাকে বাঁচালাম,


ঐ হায়েনাদের হাত থেকে,


আমি পেলাম স্বাধীনতার স্বাদ,


স্বর্গীয় আনন্দের ভেলায় ভাসালাম নিজেকে।


 

যখন হাতুড়ির মত গুঁড়িয়ে করলাম শয়তানদের বরবাদ,


আমি পেলাম স্বাধীনতার স্বাদ!

View kingofwords's Full Portfolio