আশার আলোয় [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

আশার আলোয় বেঁচে আছি,


সুখে দুঃখে কাছাকাছি,


কষ্টের মেঘ যাবে উড়ে,


জানি আমি ঐ সুদূরে!


 

করছে ওরা অবিচার,


নিচ্ছে কেড়ে অধিকার,


যায় সহজে ভুলে ওরা,


খোদার সকল ইশারা!


আশার আলোয় বেঁচে আছি,


সুখে দুঃখে কাছাকাছি,


কষ্টের মেঘ যাবে উড়ে,


জানি আমি ঐ সুদূরে!


 

আমারও আসবে সুদিন,


দিন কষ্টবিহীন,


ফুটবে হাসি আমার মুখে,


বলবে সফল লোকে,


আশার আলোয় বেঁচে আছি,


সুখে দুঃখে কাছাকাছি,


কষ্টের মেঘ যাবে উড়ে,


জানি আমি ঐ সুদূরে!

View kingofwords's Full Portfolio