হাসির অপূর্ব ছটায়! [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

হাসির অপূর্ব ছটায়,


ঘটনার ঘনঘটায়,


প্রেমের গভীর টানে,


আসি ছুটে তোমার পানে!


 

জাদুর মতন লাগে সবই,


যাই হয়ে আমি কবি,


তোমার প্রেমের পরশ পেয়ে,


তুমি শুধুই আমার মেয়ে,


হাসির অপূর্ব ছটায়,


ঘটনার ঘনঘটায়,


প্রেমের গভীর টানে,


আসি ছুটে তোমার পানে!


 

জানি আমি বুঝি তোমায়,


তোমার দুঃখ কাঁদায় আমায়,


নয়ন ভরে দেখি যবে,


কষ্ট আমার কমে তবে,


হাসির অপূর্ব ছটায়,


ঘটনার ঘনঘটায়,


প্রেমের গভীর টানে,


আসি ছুটে তোমার পানে!