যদি সত্যি জানতে চাও [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

যদি সত্যি জানতে চাও,


দাও হাতটা বাড়াও,


বলবো মনের কথা যত,


প্রাণ খুলে নিজেরই মত।

 


করবে তুমি অনুভব,


জানবে মনেরই কথা সব,


ভালোবাসি তোমায় কতোটা,


বুঝবে তুমি সবটা।


যদি সত্যি জানতে চাও,


দাও হাতটা বাড়াও,


বলবো মনের কথা যত,


প্রাণ খুলে নিজেরই মত।

 


তাইতো শুধু বলে যাই,


স্বপ্ন আমার একটাই,


পেলে তোমায় জীবনে,


হাসবো আমি মরণে।


দি সত্যি জানতে চাও,


দাও হাতটা বাড়াও,


বলবো মনের কথা যত,


প্রাণ খুলে নিজেরই মত।