তবুও আমি হাসতে চাই! [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

 

জীবন আমায় বুলডোজারের মতন পিষে,


 

করছে ক্ষতবিক্ষত প্রতিনিয়ত,


 

তবুও আমি উঠি জেগে আগুন পাখির মত,


 

যাই উড়ে ঐ নীল আকাশে!


 

 

 

অনেক কেঁদেছি আমি,


 

অশ্রুরা যেন ছায়া হয়ে,


 

তাড়া করে আমায় রয়ে রয়ে,


 

তবুও আমি সাহস করে তিমির সাগরে নামি!


 

 

 

তবুও আমি হাসতে চাই,


তবুও আমি জীবন যুদ্ধে নামতে চাই!