নাম না জানা সেই মেয়েটি [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

নাম না জানা সেই মেয়েটি,


স্বপ্নে আসে বারেবারে,


রূপের মায়ায়, জাদুর ছোঁয়া,


দিয়ে গেলো সে আমারে!


 

জানি না যে হায়,


থাকে সে কোথায়?


ঠিকানা কোনখানে?


আগুন জ্বলে মনে!


নাম না জানা সেই মেয়েটি,


স্বপ্নে আসে বারেবারে,


রূপের মায়ায়, জাদুর ছোঁয়া,


দিয়ে গেলো সে আমারে!


 

আবার যদি হয় দেখা,


বলবো তারে একা,


পড়েছি তোমারই প্রেমে,


আছো মনেরই খামে,


নাম না জানা সেই মেয়েটি,


স্বপ্নে আসে বারেবারে,


রূপের মায়ায়, জাদুর ছোঁয়া,


দিয়ে গেলো সে আমারে!