পরিকল্পিত ষড়যন্ত্র! [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

প্রথমে ওরা সুকৌশলে সুযোগ দেবার ভান করে,


শয়তানের মতন হাসিমুখে তুলে উপরে,


আবার নেয় মই সরিয়ে ধূর্তের দল!


মানসিক যন্ত্রণা দেবার পরিকল্পিত ছল!


 

ভাবে তারা কেউ বোঝে না এসব!


পড়বেই পড়বে তাদের উপর স্রষ্টার গজব!


মন নিয়ে খেলার কে দিয়েছে অধিকার,


পেরেকের মতন হৃদয় খুঁচিয়ে রক্তাক্ত করার?


 

যাদের মাথা পাহাড়ের মত উঁচু, মন পাথরের মত দৃঢ়!


হবে না নত কভু, যতই মানসিক যাতনার বাণে বিদ্ধ করো!