আমি জানতাম! [দশপদী গল্পিতা: গল্প + কবিতা]

আমি জানতাম, তোমার অকস্মাৎ কাছে আসা,


অকস্মাৎ যাত্রীর মত দূরে চলে যাওয়া,


এসবই বাংলা নাটকের কুটনা নারীর মত ছলনা,


আমি জানতাম, সম্ভব নয় তোমাকে পাওয়া!


 

ভাবলে অবাক হতে হয়,


নিজের রূপ লাবণ্যকে কাজে লাগিয়ে,


কি আনন্দ তুমি পাও খুঁজে,


এতোগুলো পুরুষকে লাটিমের মত ঘুরিয়ে?


 

কিন্তু বিভ্রান্ত কোনও বিজ্ঞানীর মতন,


হিসেব ভুল তোমার, নই আমি সবার মতন!

View kingofwords's Full Portfolio