চাই না ছেড়ে যেতে [‘Zia Sangeet’: Bangla Song]

চাই না ছেড়ে যেতে,


সাথী হয়ে রবো পথে,


দেহে প্রাণ আছে যতদিন,


রবো আমি তোমাতে বিলীন!


 

সুখে আর দুঃখে, কামনায়, বাসনায়,


গল্পে আর গানে, চেনা অচেনায়,


রবো মেতে দুজন দুজনাতে,


হারিয়ে ভালোবাসার সোনালী জগতে!


চাই না ছেড়ে যেতে,


সাথী হয়ে রবো পথে,


দেহে প্রাণ আছে যতদিন,


রবো আমি তোমাতে বিলীন!


 

জীবনে বা মরণে, কারণে অকারণে,


প্রেমে আর ঘৃণায়, শয়নে স্বপনে,


আকাশের বুকে মেঘের মত,


পাবে আমায় তুমি অবিরত,


চাই না ছেড়ে যেতে,


সাথী হয়ে রবো পথে,


দেহে প্রাণ আছে যতদিন,


রবো আমি তোমাতে বিলীন!