ভালোবাসার দায়! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

এই স্বাভাবিক তো এই আজব আচরণ!


মন তার ঠিক যেন ধাঁধাঁর মতন,


শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া,


নেই বোঝার সাধ্য কারো!


 

বোঝাতে বোঝাতে ক্লান্ত আমি,


অবসাদগ্রস্ত মনে লাগে না ভালো কিছুই,


উপকার করেও পাই তিরস্কার উপহার,


স্বস্তি ও সান্ত্বনার পরিবর্তে পাই বঞ্চনার আঘাত!


 

ভালোবাসার আজব দায়!


অপমান সহ্য হয় না, আবার হারাতেও চাই না তারে!

View kingofwords's Full Portfolio