মেঘের অশ্রু

সময়টা কি খুব বেশী ভুল ছিল নবনীতা?

আমার ভালোবাসা যে টুকু ছিল তার সবটা

প্রকাশ করে দিয়েছিলাম তোমাকে লিখে

আর একটা সময় পার হয়ে এসে

আরাধ্য ভালবাসার পেছে ছুটে ছুটে

হিসেবের খাতাটা কি হয়ে যাবে ফিকে?

একসাথে লুকোচুরি, একসাথে অভিমান

নিজের চোখে দেখা তোমার অনুরাগে

আমার ভালবাসার মিশেল দেয়া অম্লান!

নবনীতা তুমি কাকে খুঁজে চলেছো?

সে কি আজও আমি নয়, অন্য কেউ

তবে কি ঠিক সময়ে বলতে পারিনি

স্নাত করতে পারেনি অপেক্ষার প্রহর

দিবা নিশি কেটে যায়, তোমার অপেক্ষায়

আমি সময় কে সাজিয়ে রাখি পাটে পাটে

তোমার গুছিয়ে দেয়া অবজ্ঞার অন্তরালে

তবুও যে তোমাকে ভালবাসি নবনীতা

অতীর আর বর্তমানে আমি করেছি সমতা

শুধু একবার বলো, কবে হবে শেষ এই নিদাঘ

সেদিন আমি আবার আসবো নতুন করে

পাহাড়ের কোল ঘেষে মেঘের অশ্রু হয়ে

Author's Notes/Comments: 

26 june 2022

View shawon1982's Full Portfolio
patriciajj's picture

প্রেমের এই সুন্দর

প্রেমের এই সুন্দর অভিব্যক্তিতে অনেক চমত্কার এবং উজ্জ্বল লাইন রয়েছে। এটি করুণা, শক্তি এবং সত্য ভক্তির সাথে প্রবাহিত হয়। আপনার প্রতিভা সাধুবাদ!