যৌথ কবিতা (সংকাশ)

নীরবে নিশিতের নির্ভৃত নির্জনতায় নয়ন নজরে নিরাভরণ নৈসর্গিক নৈঃশব্দ্যের নান্দনিকতা। (মামুন)

নগ্ন নির্জনে নষ্ট নয়ন নমিত- নিস্তব্ধ নিশিথে নিবিড় নৌকা নিহত নিমগ্নতায় নিসাড়...(পান্না)

দিগন্তের পর দিগন্ত খোলা মাঠ , কিছু দুঃসাহসী কলম সৈনিক প্রস্তুত পারি দিতে দুর্গম সাহিত্যের পারাবার।(শাকিল)

নীল নীল নষ্ট নীড়ে নাচে নাচার নটিনী ।
(নাসরিন)

আমি যে কিভাবে আছি এইখানে, নির্জন বালুচরে, নাও যদি আসে নাইয়োরি নিতে তবেই ভাঙবে ঘোর (সালেহ)

ভাঙ্গবে কল্পনার আলপনা, শব্দহীন স্রোত-যন্ত্রনা-
প্রতিদিন বিনিদ্র রাতের নিঃসংগ চন্দ্রযাপন, কবিতার তরে...(মাহি)

কবিতার সাথে একলা আমি- অনন্তকাল অগ্নিকহন;
যেদিকে তাকাই অতন্দ্র রাত
শুধু নৈঋতে নক্ষত্রদহন...(জলধারা)

জাগতিক নষ্টামির বৈচিত্র্যে
এক টুকরো দৈবালোকের ন্যায়-
হৃদয় মাঝে দেদীপ্যমান শব্দের ঝঙ্কারে
আন্দোলিত করে এক নব অহঙ্কারে! (শাওন)

Author's Notes/Comments: 

March 2012 (on behalf of shonkash)

View shawon1982's Full Portfolio