নতুন নয় (Nothing New)

আজ আমার শরীর খারাপ লাগছে

মনে হচ্ছে যেন জ্বর এসেছে গায়ে,

এমনটা তো হয়নি কখন আগে;

ভাল লাগছে না কিছুই ডানে বায়ে!

সারাদিন ধরে নামলো অঝরে বৃষ্টি,

ক্ষণিকের তরেও হয়নি ক্ষান্ত,

ভেবেছিলাম একটু বাইরে বের হব

যদি মনটা একটু হত শান্ত!

ছাত্রাবাসে সারাদিন একাই অলস বসে

পৌঁছে গেলাম বিরক্তির শেষ সীমায়,

আমি এখান থেকে মুক্তি পেতে চাই,

সেই পথ কে দেখাবে আমায়?

এরুপ বৃষ্টিভেজা দিনের কথা

মনে পড়ে যায় ক্ষনে ক্ষনে,

ঘরের কথা মনে পড়ে যায় যেথা

ঢলে পড়তাম ঘুমের ঘোরে!

আর মনে পড়ে কিছু সুস্বাদু খাবার

যা খেতাম আমার নিজের ঘরে,

এর কিছু গল্প উপন্যাস এর বই-

যার কাহিনী আজো মনে পড়ে!

সময়ের এখন পরিবর্তন হয়ে গেছে

আগের মত নেই যে আর কিছু,

অতীত-বর্তমানের মাঝে ভবিষ্যত

দেয়াল টেনে দিয়েছে পিছু পিছু!

আমার নিজেকে বড়ই অসহায় লাগে

তুমি কি বুঝতে পারছ আমার যন্ত্রনা?

দুর্ভাগ্যেরর আবরণ আমাকে জড়িয়ে নিয়ে

দিয়ে গেছে কিছু নির্মম বিড়ম্বনা!

কেই যখন আমাকে জিজ্ঞাসা করে,

কেমন আছ হে বন্ধু?

দক্ষ অভিনেতার মত আমি বলে উঠি,

আগের মতই! নতুন নয়ত কিছু!

Author's Notes/Comments: 

26th August 2009

View shawon1982's Full Portfolio