ঊনচল্লিশ

আমি মানুষ চিনতে ভুল করেছিলাম

এখন শত দহনেও আর শোধরায় না

স্বর্ণের মত আর পুড়ে পুড়ে খাঁটি হই না

পঁচে গলে যাওয়া শবের মত

ফেলে আসা জীবনটা আর বেঁচে ওঠে না

প্রায়শ্চিত্যের ডালি সাজিয়ে বসে আছি

রক্তের আলপনা একে দেব উঠোনে

মধ্যাহ্নে গিয়ে মেপে দেবো ছায়ার মাপ

শূন্য করে দেবো অবচেতন মনের যত আশা

তবুও বলতে চাই, আমি ভুল করেছিলাম

আমি শ্বাপদের সাথে সখ্যতা মেপেছিলাম

মনুষ্যত্বের তুল্যদন্ডে দাগাঙ্কিত করেছিলাম

নিজেকে মিশিয়ে দিয়েছিলাম অম্লান আবেগে

আমার ভুলে আমি মিশে যাই একটু একটু করে

কেউ তো আর ফিরে আসে না

কেউ ডাকে আর সাড়া দেয় না

আমি তো দিয়েছিলাম আমার আমিত্ব বিলিয়ে

আমার অহংবোধ আমি তুলে দিয়েছিলাম

পত্রে পত্রে ছত্রে ছত্রে অক্ষরে অক্ষরে

আমি সাদা কাগজে করেছিলাম উপাসনা

আমি তোমাকে খুঁজেছিলাম অতীতে

ভবিষ্যতে আমি তোমাকে নিয়ে ভাসিয়েছিলাম ভেলা

তুমি চলে গিয়েছিলে!

একবারও তাকিয়ে দেখনি,

তোমার জন্য সাজানো তরীতে

আমি আমার জন্য আসন রাখিনি।

আমার ভ্রম ভেঙ্গে গেছে-

আমি মিথ্যের সাথে আলিঙ্গন করে

বসে আসি কালান্তক এক যজ্ঞের অপেক্ষায়

আমি আনন্দ চিত্তে দেখচি নিজের দহন

আমি আমাতে আমাকে নিয়েই আছি, চির মগন

আমি মানুষ চিনতে ভুল করেছিলাম  

Author's Notes/Comments: 

১৪ জুন ২০২১ 

View shawon1982's Full Portfolio