বায়বীয় একুরিয়াম

জীবনের দিন গুলো রঙিন হয় এলোমেলো পথে

ছায়ার মাঝে সারি সারি দাঁড়িয়ে থাকে লক্ষ্যগুলো

রোদ থেকে নিজেকে বাচাতে চায় মৃতপ্রায় সত্ত্বা

বৃষ্টি তাকে ভেজায় অঝর ধারায়।

 

একটা স্যাঁতসেঁতে বায়বীয় একুরিয়ামে খাবি খেতে খেতে

মনে হয় বুঝি মরেই যাব,

দম তবুও ফুরোয় না

এর নামই যদি বেঁচে থাকা হয়,

তবে কি আমি মাছ না মানুষ?

জৈবিক তাড়নে এখান থেকে ওখানে

ঈষান থেকে নৈঋতে

সাগর থেকে পর্বতে

ক্ষুধা থেকে যৌনতায়

অলৌকিক কিছু ভয় তাড়া করে ফেরে।

 

শূন্য থেকে অশুন্যে

লক্ষ্য থেকে অলক্ষ্যে

শ্রদ্ধা থেকে ঘৃণায়

জীবন শ্বাস নিতে নিতে বেঁচে থাকে।

এর মাঝে আমি ছবি আঁকি

আমার ঘর হবে-

আমার নাম হবে-

আমার লেখা হবে-

আমার জীবনের পরে জীবন হবে।

Author's Notes/Comments: 

22 january 2018

View shawon1982's Full Portfolio