একরাশ অপূর্ণতা

যখন স্তিমিত হয়ে এলো সব কোলাহল

নিজেকে প্রশ্ন করলাম, কি পেলাম?

ঠিক তখনই ভেতরে কে যেন কেঁদে উঠলো-

আমার আত্মাই হয়ে হয়ত!

হিসেব তাই আর করলাম না

সবাই ব্যস্ত, কখন চলে যাবে নিজ গন্তব্যে

আমাকেও যেতে হবে একরাশ অপূর্ণতা নিয়ে

যখন সবকিছু মনে পড়বে এই অবকাশে

তখন শুধু এই কাগজগুলোই থাকবে পাশে

লেখার আড়ালে খুব সহকেই

অশ্রুকে করা যায় গোপন

তাদের জন্য, যারা ছিল খুব কাছের আপন

নতুন দিনে জানিনা কে কোথায় হারিয়ে যাবে

সময়ের তাড়নে হয়ৎ পারবোনা বলে যেতে

মেঘময় আকাশে যখন একফালি চাঁদ দেবে উঁকি

জানালা খুলে তাই দেখবো

আমি থাকবো লুকিয়ে

সবাইকে দেব ফাঁকি!

অবসন্ন প্রহর যখন নিয়ে আসবে ক্লান্তির বার্তা

তখন আমিও হব ঘুম বিলানো, ক্লান্তিহীন ডাক-হরকরা

জনে জনে গিয়ে বলবো, ডাক এসেছে!

সবাই যাবে ঘুমিয়ে,

আমি রইবো জেগে

অতীত ভবিষ্যতের সেতু বানিয়ে

বর্তমানকে শোনাবো ঘুম পাড়ানি গান

 

Author's Notes/Comments: 

২০/৬/১৭

View shawon1982's Full Portfolio