গীবত

যতই চেষ্টা কর তুমি

কোন লাভ নাই-

যার নুন খাই আমি

তারই গুন গাই।

 

কুট-কাচালি করে তুমি

কি যে মজা পাও?

সারাদিন গীবত করে

মড়ার মাংস খাও!

 

অন্যকে ছোট করে

কেমনে হবে বড়?

মানুষ যদি হতে চাও

গীবত করা ছাড়।

 

নিজেকে যে বড় ভাবে

আসলে ছোট সেই-

লোকের দুর্নাম করতে বসে

সুযোগ পায় যেই।

 

চোগলখোর আছে যারা

তাদের জন্য যথা-

শেখ সাদী বলে গেছেন

দারুণ একখান কথা!

 

সযোগ পেলেই তোমায় যারা

শোনায় অন্যের দুর্নাম-

অন্যের কাছেও তারাও তোমার

নীচু করে সুনাম

 

বিবেক বুদ্ধি খাটিয়ে তাই

বন্ধু হও তাদের-

সত্যিকারের মানুষের গুন

পাবে তুমি যাদের। 

Author's Notes/Comments: 

14th november 2016

View shawon1982's Full Portfolio