ভালোবাসার স্বীকারোক্তি

যত পথ চলি, যত কথা বলি, সবই তোমার তরে

যা কিছু দেখি, যা কিছু শুনি, রেখেছি মনের ঘরে।

তোমাকে দেখাবো যখনই চাইবে তুমি তোমারিইতো অধিকার

যদি তুমি আসো, আমায় ভালোবাসো, সে তো আমার অহঙ্কার!

চল ভুলে যাই বিস্মৃত অতীত; সম্মুখের পথচলা

হাতে হাত রাখো, হয়ো নাকো ভীত, দেখে নাও পান্থশালা।

এখনও ভয়? চেনোনি আমায়? কেন তবে এ আতঙ্ক?

বিশ্বাসে ফাটল- কি করেছি তোমায়? মেলে না কোন অঙ্ক!

শেষ বিকেলের আলো, জাগায় কিছু আশা যদি তোমার মনে

রাতের আঁধারে কালো, দুরন্ত অভিলাষা জ্বালবো তোমার সনে।

বন সমূদ্র পেরিয়ে, সবকিছু ছাড়িয়ে, ছুঁয়ে যাব দিগন্ত-

পূব-পশ্চিমে সব, কোলাহল কলরব- পৌঁছে যাব শেষপ্রান্ত।

মধ্যাকাশে যদি, না থাকে রবি, ভেবো না আসবে আঁধার

কোন কবিতায় যদি, না লেখে কবি- তবু তুমিই যে রবে আমার!

শত যুগের স্বপ্ন হয়ে আসে শান্ত; কখন হবে বাস্তবায়ন?

আর কতো অপেক্ষা করবে মন অশান্ত? কখন খুলবে বাতায়ন?

হীম শীতল বাতাসে, মৃদুমন্দ উত্তাপে,  চলে যায় বসন্ত

ঘুম ঘুম চোখে, অস্তমিত আকাশে- খসে পড়ে নক্ষত্রের অন্ত!

যেখানেই যাই, যখনই পথ হারাই, ছুটে তোমার কাছে আসি

যত দুঃখই থাক, তোমায় বলতে চাই- শুধু তোমায় ভালোবাসি!

Author's Notes/Comments: 

4th August 2016

View shawon1982's Full Portfolio